শান্তি গুণ।



      🌼   শান্তি গুণের ধ্যান।  🌼

    ধ্যান অর্থাৎ চিন্তা। প্রথমে একনিষ্ঠ ভাবে যে কোনও একটী গুণের চিন্তায় মগ্ন রহিয়া বহু সময় অতিবাহিত করিলেই ধ্যান হইয়া থাকে। পরবর্ত্তীতে এই অবস্থা সাধকের অভ্যাসে পরিণত হইলে পরিশেষে সমস্ত বাহ্য কর্ম্ম করিয়াও ঐরূপ চিন্তায় মগ্ন থাকিতে সমর্থ হইলেই প্রকৃত ধ্যান সম্পূর্ণ হয় এবং ফল লাভে সমর্থ হন।

     শান্তি কোমল গুণ। কন্যা শান্তি গুণের প্রতিক। অশান্ত চিত্ত শান্তির আশায় দিন গোনে। আমরা সকলেই শান্তি ভালো বাসি কিন্তু জাত গুণের প্রভাবে পড়িয়া নিজ স্বাধীনতায় সমস্ত পরিস্থিতি বিপরীত মুখী হইলেই অশান্ত হইয়া ওঠে। ইহা সকলই গুণের অভাবে হইয়া ওঠে। অতএব গুণী হইতে পারিলে প্রকৃত শান্তি লব্ধ হয়।