সত্যধর্ম্ম পারলৌকিক প্রধান ধর্ম্ম। এই ধর্ম্ম পরলোক হইতে প্রাপ্ত হইয়াছি। সত্যধর্ম্ম পৃথিবীর সমস্ত প্রচলিত ধর্ম্ম অপেক্ষা সত্য ও উৎকৃষ্টতম।
কেননা যে ধর্ম্ম সত্য অর্থাৎ নিত্যকাল-অনন্তকাল বিদ্যমান ছিল আছে ও থাকিবে; যে ধর্ম্ম সত্য অর্থাৎ যথার্থ বিষয়সমূহে পরিপূর্ণ; যে ধর্ম্ম সত্য অর্থাৎ সত্যস্বরূপ পরমপিতার একমাত্র অভিপ্রেত এবং যে ধর্ম্ম সত্য অর্থাৎ অসৎকে সৎ করে, তাহাকেই সত্যধর্ম্ম কহে।
পরমপিতা স্বীয় অংশ জড় জগতের সহিত সংযুক্ত করিয়াছেন, এই সংযুক্ত তদীয় অংশকে জীবাত্মা কহে। জীবাত্মার চতুর্দ্দিকে যে সমস্ত বিষয় আছে, তৎসমুদায় পাপ ও পুণ্যে মিশ্রিত, জীবাত্মার কর্ত্তব্য এই যে, স্বয়ং নিষ্পাপ হইয়া ঐ সমস্ত বিষয়ের পাপাংশ যাহাতে স্পর্শ না করে, কেবল পুণ্য অংশ যাহাতে তিনি লাভ করিতে পারেন, এইরূপ পথে নিয়ত গমন করেন। এই পথ জগতে আর নাই, সত্যধর্ম্ম ভিন্ন এ পথ কেহ দেখায়ও নাই এবং দেখাইবার কাহারও শক্তিও নাই। এই পথ লাভের উপায় ঈশ্বরের উপাসনা ও গুণ সাধন।
