সত্য সনাতন পতিত পাবন.......।




    নিজ পাপের জন্য পরমপিতার কাছে গুণ কীর্ত্তন।

      একটু অনুধাবন করতে অনুরোধ করিতেছি যে, এই কীর্ত্তনটি নিজ পাপের জন্য। যাহারা সত্য বুঝিতে পারেন তাহারা এই সুমহান কীর্ত্তন অন্তর হইতে অন্তরস্থল পর্যন্ত ব্যাকুলতা সহকারে করিতে পারেন।

         সত্য= নিত্য, সনাতন= সর্ব্বকাল বিদ্যমান, পতিত= পাপি, পাবন= ত্রাণকর্তা, নিত্য= কালাতীত, নিরঞ্জন= শুদ্ধ, বিভু= সর্ব্বব্যাপী, জয়= সফলতা, জয়= ধ্বনি।

      এই কীর্ত্তনের আবিষ্কারক ঈশ্বর নিবারণ মাতাজি। মাতাজী আত্মস্মৃতিতে লিখিয়াছিলেন তাহারি অংশ বিশেষে আছে-

      সত্যধর্ম্মে আসিবার পূর্ব্বে বিনোদবাবুর একটি অহর্নিশ কীর্ত্তন মানসিক ছিল। সত্যধর্ম্মে দীক্ষিত হইবার পর, উৎসবের সময়ে তিনি গুরুদেবের নিকট উহা জিজ্ঞাসা করায় গুরুদেব "ভবিষ্যতে হইবে" বলিয়া রাখিয়া দেন। গুরুদেবের তিরোভাবের পরে ১৩২১ সালের পৌষ উৎসবের সময় বিনোদবাবু আমার নিকটে ঐ কথা প্রকাশ করায় উৎসবান্তে নিশীথকালে আমি ধ্যানস্থ হইয়া অহর্নিশ কীর্ত্তনের যোগ্য একটি গুণকীর্ত্তন পাইবার জন্য গুরুদেবের শরণাপন্ন হই। তখন--

               "সত্য সনাতন পতিত পাবন,
                নিত্য নিরঞ্জন বিভু জয় জয়।"
   নামক কীর্ত্তন মহামন্ত্র আমার হৃদয়ে প্রকাশিত হয়।