জন্মোৎসব -2019, ভক্ত পিপাসু ব্যক্তি গণকে সাদরে আহ্বান জানাই।

গুরুদেবের কথামত তিথিকে প্রাধান্য দিয়া বাংলা ৮, ৯ ও ১০শে অগ্রহায়ণ  ১৪২৬  "জন্মোৎসব" এ আপনাদের সবাইকে নিমন্ত্রণ। আমাদের উৎসবের প্রতিদিন-রাত্রি মিলাইয়া চারিটি করিয়া অধিবেশন হইয়া থাকে এবং প্রতিদিন সকালে গুরু পূজা হইয়া থাকে। প্রকৃত ভাবে আত্মোন্নতি পিপাসু ব্যক্তি গণকে সাদরে আহ্বান জানাই।