মিলনোৎসব ২০১৯ আমন্ত্রণ .আরংঘাটা, শিকড়ী, উত্তরপাড়া, ধানতলা, নদিয়া -এ আয়োজন করা হয়েছে। আপনাদের সাদরে আহ্বান জানাই।"মিলনোৎসব" এ আপনাদের সবাইকে নিমন্ত্রণ। আমাদের উৎসবের প্রতিদিন-রাত্রি মিলাইয়া চারিটি করিয়া অধিবেশন হইয়া থাকে। এবং প্রতিদিন সকালে একঘন্টা গুরু পূজা হয়। প্রকৃত ভাবে আত্মোন্নতি পিপাসু ব্যক্তি গণকে সাদরে আহ্বান জানাই। এই উৎসব ছয়দিন ধরিয়া হইবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ