যে ধর্ম্ম নিত্যকাল বিদ্যমান,ছিল আছে এবং থাকবে যা বিজ্ঞান সম্মত অর্থাৎ সত্যতায় পরিপূর্ণ সৃষ্টিকর্তার একমাত্র অভিপ্রেত ধর্ম্ম হলো সত্য ধর্ম্ম।
সূর্য যেমন অন্ধকার কে দূরীভূত করে বিশ্ব প্রকৃতিকে আলোকিত করে, উজ্জীবিত করে। সত্য ধর্ম্ম তেমনি জন্ম জন্মান্তরের পাপের অন্ধকার থেকে আমাদের মুক্ত করে আলোর সন্ধান দেয় তার গুণের জ্যোতির প্রভাবে অতৃপ্ত আত্মা শান্তিনিকেতনে পরিণত হয়।
সত্য ধর্ম্মেই একমাত্র আদীষ্ট(ব্রহ্মদর্শী সাধক) দ্বারা পাপগ্রহণ ও অভেদজ্ঞান পূর্বক দীক্ষা বীজ প্রদান করা হয়।যে ব্রহ্মবীজ এ আমরা পরমেশ্বর এঁর থেকে জন্মগ্রহণ করেছি,সেই বীজের মধ্যে আমাদের গুণ লুকায়িত থাকে, উপাসনা এবং সাধনা দ্বারা গুণের অভ্যাস করার সূত্র সত্য ধর্ম্মে সুচারু ভাবে বিদ্যমান সেখানেই এই ধর্ম্মের শ্রেষ্টত্ব, বীরত্ব।
পার্থিব ভাবে আমাদের শরীরে যেমন খাদ্যের প্রয়োজন।আত্মার খাদ্য তেমন গুণ। গুণের অভাবে আত্মা বহু ক্লেশ ভোগ করে কিন্তু অচেতন থাকার কারণে অর্থাৎ আত্মায় চৈতন্য গুণের অনুপস্থিত থাকায় দোষ থেকে মুক্ত হওয়ার বাসনা হয় না। উপাসনা এবং সাধনা অর্থাৎ গুণের অভ্যাস না করলে আত্মা নিস্তেজ অবস্থায় থাকে। প্রকৃত দীক্ষা বীজ প্রাপ্ত না হলে আত্মার গুণের তারতম্য জানা যায় না। শারীরিক ভাবে সমর্থ থেকেও যদি অজ্ঞানতা বশত সত্য ধর্ম্মের সঠিক পদ্ধতিতে উপাসনা না করে তাহলে বুঝে নিতে হবে তারা নরকে থাকতে চায়।তারা নিজের আত্মাকে যত্ন করতে চায় না।আত্মোন্নতি চায় না।
দীক্ষিত ব্যক্তিদের গুরুদেব সৎ সতী বলেছেন কারন কোটি কোটি বৎসর এ এই সুমহান ধর্ম্ম দুই একজন লাভ করতে পারতো।আমরা নিজের সম্মান নিজেরা যাতে রাখতে পারি অর্থাৎ অষ্টপাশ ষড়রিপুর তাড়নায় যাতে পাপকর কার্য থেকে বিরত থাকি সেটি শেখানোই ধর্ম্মের মূল উদ্দেশ্য।
সকালে ঘুম থেকে উঠে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি এবং রাতে কোন বই পড়ে ঘুমিয়ে পরি সমস্তটাই কোন না কোন গুণী ব্যক্তির আবিষ্কার।
গুণের জ্যোতি এতটাই প্রভাবশালী যে মৃত্যুর পরও তা মানুষ ভুলতে পারে না,যাকে মূলধন করে বহু মানুষ জীবিকা নির্বাহ করে। অগণিত উদাহরণ রয়েছে যা বলে শেষ করা যাবে না।
গুরুদেব বলেছেন "মূখ্য ঠিক রাখলে গৌণ সুচারু ভাবে চলে"। অজ্ঞানতা দূর হয় গুণের দ্বারা সেই অনন্ত অনন্ত অনন্ত গুণময় এর কৃপায়।দেহ কিন্তু আত্মা নয়, গুরুদেব আমাদের কথা দিয়েছেন যদি কোন ধার্ম্মিক ব্যাক্তি সত্য ধর্ম্মের সূত্র অনুযায়ী জীবনে পথ চলতে পারে সে প্রকৃত সুখী হবে,এমন ব্যাক্তি সংখ্যাধিক হলে এই ধরা স্বর্গ হবে।কারন গুণেই স্বর্গের আনন্দ এবং পাপের দ্বারা নরক যন্ত্রনা ভোগ করতে হয়।।
0 মন্তব্যসমূহ